ফিচার্ড বিশ্ব

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

rahul-priyanka

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির আঁতাতের অভিযোগে দিল্লিতে একটি মিছিল ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে শিব সেনা নেতা সঞ্জয় রউত ও কংগ্রেসের কয়েকজন এমপিকেও আটক করা হয়েছে। রাহুল গান্ধী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, এটি কোনো রাজনৈতিক লড়াই নয়। এটি সংবিধান রক্ষার লড়াই। এটি এক ব্যক্তি, এক ভোটের লড়াই।

যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত রাহুল ও প্রিয়াঙ্কার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, তাদেরকে নিকটবর্তী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, শুধুমাত্র ৩০ জন সংসদ সদস্যের একটি দলকে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয়ার অনুমতি দেয়া হয়েছিলো। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০ জন সংসদ সদস্যকে অনুমতি দেয়া হলেও কমপক্ষে ২০০ জন মিছিল করেন। আমরা তাদেরকে আটকে দিয়েছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।

উপ-পুলিশ কমিশনার দেবেশ কুমার মহলা বলেছেন, কয়েকজন সাংসদ ব্যারিকেডের ওপর দিয়ে লাফিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদেরকেও আটক করা হয়েছে। সংসদ ভবনের বাইরে বিক্ষোভকারীদেরকে রাজনীতিবিদ ও দলীয় কর্মীদেরকে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে দেখা যায়। এছাড়া তাদেরকে পুলিশ ব্যারিকেডে ধাক্কা দিতে দেখা যায়। ক্ষমতাসীন দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছে বিরোধীরা। গত বছর মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে ওই অভিযোগ আরও জোরালো হয়েছে। কংগ্রেস, শিবসেনা ও এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা জালিয়াতির মাধ্যমে বিজেপিকে জয়ী করার অভিযোগ করেছে।

তারা বলেছে, মহারাষ্ট্র কেন্দ্রীয় নির্বাচনের পর ছয় মাসে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে। কর্নাটকের লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও একই ধরণের অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের বৈঠকে তথ্য-প্রমাণ দিয়ে বলেন, দেশে ব্যাপকহারে ভোট জালিয়াতি হচ্ছে। ওই সময় তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকার একটি খসড়া অনলাইনে প্রকাশ করতে বলেন। যাতে ভুলত্রুটি যাচাই করা যায়। এছাড়া বিহারের ঘোষিত নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়েও বিরোধীদের ক্ষোভ আরও বেড়েছে।

অন্যদিকে সকল অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের প্রক্রিয়াগুলো স্বচ্ছ। এছাড়া রাহুল গান্ধীকে স্বাক্ষর করা হলফনামায় এসব অভিযোগের প্রমাণ পেশ করার কথা বলা হয়েছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন