দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে তিন জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান রাজধানী উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
একই সময়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি আব্দুল আহাদের মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল হকের মৃত্যু হয়।
এফডিএসআরের তথ্যমতে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশে এ পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন চিকিৎসক।
পূর্বপশ্চিমবিডি
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন