নিউইয়র্কে করোনায় মৃত্যুতান্ডবে দিশেহারা প্রবাসীরা
নিউইয়র্কে করোনায় মৃত্যুতান্ডবে দিশেহারা প্রবাসীরা । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক আরও ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত নিউইয়র্কে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ জন বাংলাদেশি মারা গেলেন। এছাড়া গোটা যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৯৮ জন । এর মধ্যে নিউজার্সিতে ৪ জন ও মিশিগানে ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রায় দু‘সপ্তাহ করোনার সাথে লড়াই করে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে নিউইয়র্ক টিবিএন ২৪ টেলিভিশন এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্টান “টিবিএন ওয়েলনেস” এর আলোচক ও ব্রঙ্কস এর ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার এর সত্ত্বাধিকারী ডাক্তার রেজা চৌধুরী লং আইল্যান্ড এর মানহাসেট হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন । সে হিসেবে এ পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন চিকিৎসক ।
নিউইয়র্কের জামাইকা দারুস সালাম মসজিদের সাবেক ইমাম মাওলানা ইসহাক মিয়া শুক্রবার রাত ১০টা ২২ মিনিটে জামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলার শহরতলীর জালালাবাদ গ্রামের বাসিন্দা। দোহার উপজেলা সমিতি ইউ এস এ ইনক এর সদস্য কাজী মোশারফ হোসেন বাবলু, পাবনা জেলা সমিতি, ইউএসএ ইনক এর অন্যতম উপদেষ্টা – আকমল হোসেন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৩টায় তিনি মারা যান। শাহানা আহমেদ তালুকদার আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪/৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, অত্যন্ত হাসি খুশি শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন।
মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্কের ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মো. সরোয়ার নিউইয়র্কে গত ৮ই এপ্রিল রাত ১১:০০টার দিকে এলমহার্টস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশি কমিউনিটিতে মৃত্যুর তালিকা বাড়ার পাশাপাশি করোনায় আক্রান্ত অনেকের সুস্থ হয়ে বাড়ি ফেরার সুখবরও পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন। তিনি ১২ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছেন।
বিপুল সংখ্যক বাংলাদেশি প্র্যাকটিশনার চিকিৎকসকের করোনায় আক্রান্ত হবার পেছনে নিউইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্টের এন ৯৫ মাস্ক ব্যবহারের নির্দেশনা দেরীতে জারি করাকে দায়ী করেছেন কমিউনিটির পরিচিত চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। তিনি বলেন, ১০ মার্চের আগে পর্যন্ত সাধারণ সার্জিক্যাল মাস্ক পরে রোগী দেখার নির্দেশনা দিয়েছিল হেলথ ডিপার্টমেন্ট। তারপরে এন ৯৫ মাস্ক পরার নির্দেশনা দেয় তারা। কিন্তু এর মধ্যেই যা ক্ষতি হবার হয়ে গেছে চিকিৎসকদের।
ছবি সংগ্রহ ফেসবুক ও সংবাদ সহায়তায় সমকাল
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন