নীতি নির্ধারণী কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের সক্রিয় অংশগ্রহণ
Young Leaders Suggested New Policies for Resolving Public and Democratic Issues
প্রেনিউর ল্যাব ইয়ুথ এ্যান্ড ইনোভেশন ট্রাস্ট, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় “কো-ক্রিয়েট ২০৭১” নামে একটি কর্মসূচীর আয়োজন করে, যার দুইটি কর্মশালাটি অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ৫ জুন এবং ৬ জুন ২০২৩ তারিখে। দুইদিন ব্যপী এই কর্মশালাটির প্রথম দিনের বিষয়বস্তু ছিল “জননীতি” এবং দ্বিতীয় দিনের বিষয়বস্তু ছিল “গণতান্ত্রিক মনোভাবের বিকাশ”। এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এই প্রোগ্রামটির অন্যতম মূখ্য উদ্দেশ্য ছিল বর্তমানের তরুণসমাজ, যারা ভবিষ্যতের নীতিনির্ধারক, তাদেরকে ধারণার বিকাশ ঘটাতে সাহায্য করা এবং নতুন নতুন পলিসি নির্ধারণে নিযুক্ত করা। মূল বিষয়বস্তু নিয়ে সেশন এবং মুক্ত আলোচনা দিয়ে মূলত এত কর্মশালাটিকে সাজানো হয়েছিল। এই সেশন এবং মুক্ত আলোচনাসমূহের মূল আলোচক ছিলেন মূলত ইউএস এক্সচেঞ্জ প্রোগ্রাম এ্যালামনাই এবং সুনির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ। প্রথমদিনের মূল সেশনটি পরিচালনা করেন প্রণব কুমার পান্ডে, অধ্যাপক, পাব্লিক এ্যাডিমিস্ট্রেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও মুক্ত আলোচনাটি পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল কুদ্দুস, চিফ কন্সারভেটিভ অফিসার, বরেন্দ্র যাদুঘর, রাজশাহী বিষ্ববিদ্যালয়। মুক্ত আলোচনার পর আরো একটি সেশন অনুষ্ঠিত হয়, যার মূখ্য বক্তা ছিলেন মাহমুদ-উন-নবী, প্রকেক্ট অফিসার, সচেতন সোসাইটি, রাজশাহী।
দ্বিতীয় দিনের মূল সেশনটি পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব শাতীল সিরাজ, সহযোগী পধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও মুক্ত আলোচনায় ছিলেন জনাব আহমেদ শফীউদ্দীন, সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট সমাজ গবেষক।
বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব মোঃ আব্দুল কুদ্দুস বলেন, আমাদের সংস্কৃতি সেটাই যা আমরা ধারণ করি এবং বহন করি। আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয় এবং পরিচয়ের অংশ। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিভাবে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে কে আমরা ধরে রাখতে পারি এবং একইসাথে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি।
এছাড়াও দুইদিনব্যপী অনুষ্ঠিত এই কর্মশালাটিতে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল তানভীর, হেড অফ অপারেশন্স, প্রেনিউর ল্যাব, যিনি কর্মশালাটি সংক্রান্ত বিবিধ বিষয়ে অংশগ্রহণকারীদের উপযুক্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি পলিসি নির্ধারণী কর্মশালা পরিচালনা করেন। বিষয়বস্তু ভিত্তিক এবং প্যানেল সেশন ছাড়াও এই কর্মশালাটিতে ছিল দলগত কাজ সহ বিভিন্ন ধরণের কর্মসূচী, যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে চলমান বিবিধ সমস্যাবলির সম্পর্কে অবগত হন এবং এইসমস্ত সমস্যার সমাধানকল্পে নতুন নতুন পলিসির সুপারিশ করেন। অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীর জন্য ছিল সার্টিফিকেট এবং বিশেষ উপহারের সুব্যবস্থা। এছাড়াও দুইদিনব্যপী এই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটি সেশন পরিচালনা করেন জনাব আসাদুর রহমান, কন্টেন্ট এক্সপার্ট।
অনুষ্ঠানে আগত অতিথিরা এই অনুষ্ঠানটি নিয়ে তাদের প্রত্যাশা এবং সন্তুষ্টি ব্যক্ত করেন, পাশাপাশি এই অনুষ্ঠানটির সামগ্রিক সাফল্য কামনা করেন। ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারি আজকের তরুণ সমাজের উন্নতিকল্পে এই ধরণের কর্মশালার কোন বিকল্প নেই।
Young Leaders Suggested New Policies for Resolving Public and Democratic Issues
Preneur Lab Youth and Innovation Trust with the support of the U.S. Embassy PDS organized a program called ‘Co-Create 2071’, with its first workshop held at Rajshahi University on 5th and 6th June, 2023. Students from various departments of Rajshahi University participated in this two-day long workshop.
The ultimate objective of the program is to engage the young generation, the future policymakers in interactive sessions, and policy recommendation. The workshop consisted of sessions and open discussions on the thematic topic. The thematic topic of the first day focused on ‘Public Policy’ while the second day’s topic was ‘Advancing Democratic Values’ The main presenters and panelists of this session and panel discussion were primarily alumni of the U.S. State Department sponsored exchange programs and experts in their respective fields. The main session of the first day program was facilitated by Mr. Pranab Kumar Panday, Professor of Public Administration, Rajshahi University. Additionally, an open discussion was conducted by Md. Abdul Kuddus, Chief Conservative Officer, Varendra Research Museum, Rajshahi University. After that another session was taken by Mr. Mahmud-un-Nabi, Project Officer at Sacheton Society of Rajshahi.
The main session of the second day was conducted by Md. Satil Siraj, Associate Professor, Mass Communication and Journalism, Rajshahi University. The open discussion included Mr. Ahmed Shafiuddin, Senior Journalist and a Social Researcher.
Md. Abdul Kuddus mentioned that, “Culture is everything that we live with. Our culture is our identity. So maintaining our culture and heritage is more important than anything in the world”
Additionally, Mr. Ashraful Tanvir, Preneur Lab’s Head of Operations, attended this two-day session. In addition to conducting a workshop where participants suggested policy improvements, he gave participants insightful advice on a variety of workshop-related matters. The workshop comprised team-based activities and various sorts of exercises where participants were informed about ongoing difficulties and recommended new policies to solve such concerns, in addition to the subject matter and panel discussions. All of the participating students received certificates and thoughtful gifts. Participants got also engaged on a digital content creation session, which was conducted by Mr. Asadur Rahmsna, Content Expert.
The event’s attendees stated their hopes for it and their satisfaction with it, along with their wishes for its success in future. Such seminars contain significant potential for future generations and are crucial to the progressive development of today’s youthful society.