প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণী শুধু নয়, মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের দিন এটি।
দেশ-বিদেশে এদিন নানা ছাড়ের কথা শোনা যায়, বিমান টিকিট থেকে বিনোদন পার্ক– সবখানেই থাকে ছাড়। তবে এবার একটি বিশেষ ছাড়ের খবর পাওয়া গেল। রাজধানীর কোনো একটি রেস্তোরাঁয় যুগল ছাড়ের অফার দেওয়া হয়েছে। আর এই যুগল ছাড়ের বিজ্ঞাপনের ব্যানার কেউ একজন তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই হৈচৈ শুরু হয়ে যায়।
প্রেমিকা ও স্ত্রীকে একসঙ্গে নিয়ে এলে রেস্তোরাঁয় ৫০ ভাগ ছাড়!
ওই ছবিতে দেখা যায়, ভালোবাসা দিবসে ওই রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে গেলে ১৪ ভাগ ছাড়, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে ২০ ভাগ ছাড় আর প্রেমিকা ও স্ত্রী দুজনকে নিয়ে গেলে ৫০ ভাগ ছাড়। টানা দশইদিনব্যাপী এই ছাড় ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।
তবে কোথাকার এই রেস্তোরাঁ সেটি জানা যায়নি।
ভ্যালেন্টাইনস ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, যদিও অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয় ।
বাংলাদেশেও ইদানীং এই দিবস পালন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণসমাজের কাছে। যেখানে পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে একটু ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ নামে এখানে ভ্যালেন্টাইন’স ডে পালিত হয়।
এখানে উল্লেখ্য যে বাংলা পঞ্জিকা অনুসারে ১৩ ফেব্রুয়ারি তারিখে বসন্ত উৎসব তথা ‘পহেলা ফাল্গুন” উদযাপিত হয়। তার ঠিক পরের দিনই ভ্যালেন্টাইন’স ডে পালন করা হয় বিধায় অনেকের কাছেই এই দিবসটি বেশ উৎসবমুখর হয়ে ওঠে। তবে কখনো কখনো লিপ ইয়ারের কারণে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন’স ডে একই দিনে পালিত হয়। তখন বাংলাদেশের অধুনা তরুণসমাজের কাছে আরও ভিন্ন উপায়ে উদযাপন করতে উৎসাহিত হয়।
এই ’ভালোবাসা দিবস’ তথা বাংলাদেশে ভ্যালেন্টাইন’স ডে পালন করার আয়োজন হিসেবে সোশাল মিডিয়া খুব বড় একটা ভূমিকা পালন করে। বিভিন্ন ফুলের দোকান, ফ্যাশন হাউস, গিফট শপ, বেকারি ও ফাস্ট ফুড শপগুলোতে বিশেষ কিছু অফার চালু রাখে। তা ছাড়া টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলোতে ‘ভালোবাসা দিবসের গান’, ‘ভালোবাসা দিবসের নাটক’ ইত্যাদি প্রচারিত হয়।