মন্ট্রিয়লে বাংলাদেশি স্বাস্থ্য কর্মী শিল্পী দেব করোনায় আক্রান্ত । দয়াকরে সবাই প্রার্থণা করুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন । ইদানীং প্রতিদিন প্রতিটি ক্ষণ দুঃসংবাদের মধ্যে দিয়েই ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে। এইমাত্র খবর পেলাম আরেকজন বাংলাদেশি ক্যানেডিয়ান স্বাস্থ্য কর্মী কোভিড -১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিল্পী দেব জুইস জেনারেল হাসপাতালে কাজ করতেন । তাকে একদিনের জন্য এলডার কেয়ারে স্থানান্তরিত করা হয়েছিলো আর সেখান থেকেই হয়তো সংক্রমিত হয়েছেন। একই সেকশনে কর্মরত আরেক বাংলাদেশি লিপি ধর গত সপ্তাহে আক্রান্ত হয়ে হোম কোয়ারাইন্টানে ডাক্তারের পরামর্শ অনুয়ায়ি থাকছেন। একের পর এক স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়াতে সবাই শংকিত এবং আতঙ্কিত। মন্ট্রিয়লে প্রায় ত্রিশজন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য সেবায় নিয়োজিত। দয়াকরে সবার জন্য প্রার্থণা করবেন যাতে সুস্থ থেকে মানবিক কারণে মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারেন। প্লিজ শিল্পী দেব এবং লিপি ধর-এর জন্য সবাই দোয়া এবং প্রার্থণা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
শর্মিলা ধর তার ফেসবুকে লিখেছেন
‘শিল্পী আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী ।পারিবারিক ঘনিষ্টতম বন্ধু ।ছোট বোনের মত স্নেহের সম্পর্ক ।পাশাপাশি দুটো প্রতিষ্ঠান জুহিস হাসপাতালে আমি এবং জুহিস এলডার্লি কেয়ারে সে কাজ করে ।আমরা প্রতিদিন একসাথে একই শিফট এবং একই ক্যাজুয়াল থাকায় একসাথে গাড়ীতে আসা যাওয়া করি।আজ তার কোভিড পজেটিভ ধরা পড়ায় মনটাতো খারাপ ছিলই শোনার পর আরো খারাপ লাগছে।শারিরীক ভাবে সে সামান্য অসুস্হ অনুভব করলেও মানসিক ভাবে সে সাহসী যোদ্ধা।আপনারা সবাই শিল্পীর জন্য এবং তার পরিবারের জন্য প্রার্থনা করবেন ।’
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন