বাই’র নির্বাচন ২০২১-২২: সালেহ সভাপতি ছুটি সাধারণ সম্পাদক
ভার্জিনিয়া : উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো বাংলাদেশি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার (বাই) ২০২১-২০২২ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে সালেহ আহমেদ সভাপতি এবং দিলশাদ চৌধুরী ছুটি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছেন। বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ভুইয়া, কোষাধ্যক্ষ নাইম রহমান।
পরিচালকরা হলেন- বিপ্লব দত্ত, রেহানা কুদ্দুস শিখা, ড. মাহবুবুর রহমান সোহেল, আরিফ আহমেদ, তাহসিন এন রাকিব, তাহমিদ শাহরিয়াদ, মেরিনা রহমান, সোহেল সালমান, নাইমা হক এবং আরফিন ফ্যান্সী। তিন সদস্যের নির্বাচন কমিশন- জিয়াউদ্দিন চৌধুরী (প্রধান নির্বাচন কমিশনার), ড. বশির আহমেদ এবং সফি দেলোয়ার কাজল রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আগামী ১ জানুয়ারি নতুন কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করবে। এর আগে ১৯ ডিসেম্বর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।