বিপ্লব ঘোষ-এর কবিতা
কাল ভোর যদি নাই আসে
ঘুম ভেঙে সকাল হলেই …
তবে আজ রয়ে গেছি পাশে
এমন ছিলনা পৌষ মাস
কত রঙে রঙিন সেদিন
আজ মনে হয় চলে যাবো
বকুল বিছানো রোদহীন ।
—-
স্বর্গের পথে
যত কিছু করেছি সঞ্চয়
শোকের পাহাড় ভেঙে আজ
বসন্তে পাখির কলতান
দেখতে পাই-না ফুলসাজ ।
যারা ছিল চলে গেল ছেড়ে
কোথায় হারালো কোন পথে
খুঁজে মরি বৃথা অন্বেষণে
ওরা চলে গেছে স্বর্গ রথে ।
——-
বৌ
সারাদিন তুমি কাজ কর
গুছিয়ে গোছাতে হিমসিম
কাছে থেকে আনমনে দেখি
ভাবতে বসলে হাড়হিম ।
এতো বড় রাজবাড়ি,স্কুল
সমস্ত সংসার একা দেখে
রাতের সময় টিভি,ঘুম
সুখী হলে সব ভুলে রেখে !
কে যে কী-সে সুখী যদি জানে
সে-ই বোঝে তার সত্যি মানে ।