জীবন ও স্বাস্থ্য

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
টেড্রোস আধানম গেব্রিয়েসুস

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তবে তার কোনো করোনা উপসর্গ নেই।

রবিবার রাতে এক টুইটার বার্তায় নিজেই এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

তেদ্রোস বলেন, ‘আমি কভিড-১৯ পজিটিভ কোনো এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে।’

তিনি বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবো। ডব্লিউএইচও’র বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করবো।’

তেদ্রোস মহামারী করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটির অব্যাহত প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন।

 

এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন