জীবন ও স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই  বেড়ে চলেছে 

বিশ্বে করোনায় মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই  বেড়ে চলেছে 

বিদ্যুৎ ভৌমিক, সিবিএসএ নিউজ ডেস্ক ।।  বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই লাফিয়ে লাফিয়ে বেড়েছে।  ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী গতকাল ২২ নভেম্বর রবিবার  সন্ধ্যার তথ্যে বিশ্বে একদিনে নতুন মৃত্যুর সংখ্যা ছিল ৭ হাজার ৩৭৪ জন। বিশ্বে আক্রান্ত ছিলেন আজ ৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি  দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২২ নভেম্বর রবিবার  সন্ধ্যায় ৮ টায় বিশ্বে করোনায় মোট আক্রান্ত সংখ্যা ছিল ৫ কোটি ৮৯ লাখ ৬৭ হাজারের অধিক এবং মৃত্যু ছিল ১৩ লাখ ৯৩ হাজারের অধিক । সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হল যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬২ হাজার ৬৯৩ জন ।

বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই যুক্তরাষ্ট্রে  । ক্ষমতাধর এ দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার ৯৯২ জন আক্রান্ত হয়েছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ৪০ হাজার ৩১২ জন এবং ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন ।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় ৬০ লাখ ৭১ হাজার ৪০১জনের  বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৯৭ জনের ।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার ২০৮ জনের । এর মধ্যে ফ্রান্সে মারা গেছেন ৪৮ হাজার ৭৩২ জন ।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৩২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৭৯ জনের।

বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ৬ হাজার ৩৮৮ জন ।

ক্যানাডায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৫০৩ জনের । এর মধ্যে ক্যানাডায় মারা গেছেন ১১ হাজার ৪৫৫ জন । উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় ।

এসএস/সিএ



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন