বৈষম্যহীন সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র ৪র্থ সম্মেলন উদ্বোধন
হাকিকুল ইসলাম খোকন,বাপস নিউজঃ বৈষম্যহীন সমাজ গঠন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র চতুর্থ সম্মেলন। সম্প্রতি(রোববার) জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. নজরুল ইসলাম।খবর আইবিএননিউজ।
সম্মেলনে হাফিজুল হককে পুনরায় সভাপতি ও জাকির হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশে বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যার সঙ্গে সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান ঘটেছে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চরিত্র পরিবর্তনের জন্য নানামুখী প্রচেষ্টা চলছে। এই অপ-রাজনীতির বিরুদ্ধে প্রগ্রেসিভ ফোরামকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।”
সম্মেলনে সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে প্রথম পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রয়াত সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকবার্তা পাঠ করেন নতুন সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি।
স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু ও সদস্য সচিব কল্লোল দাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজাহিদ আনসারী, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি, মোশাররফ হোসেন সেন্টু, রানা ফেরদৌস, সাগর লোহানী, ডা. আজিজুল হক, জুলফিকার হোসেন বকুল, আলীম উদ্দিন, ওবায়দুল্লাহ মামুন, ক্লারা রোজারিও, মিনহাজ আহমেদ শাম্মু, তাহমিনা শহিদ, লিয়াকত আলী এবং নতুন প্রজন্মের প্রতিনিধি রানিয়া রেজা প্রমুখ।
বক্তারা বলেন, “মানুষের মুক্তির সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে প্রগ্রেসিভ ফোরাম যে ভূমিকা রাখছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
এরপর দ্বিতীয় সাংগঠনিক পর্বে সভাপতিত্ব করেন সহ-সভাপতি শামসাদ হুসাইন। অর্থ ও সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিরো চৌধুরী। পরে নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এছাড়া সম্মেলনের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা ও অতিথি শিল্পী রেজা রহমান।
নতুন কার্যকরী কমিটিতে (২০২৫–২০২৭) রয়েছেন , সভাপতি হাফিজুল হক , সহ-সভাপতি শামসাদ হুসাইন, আশীষ রায়, সৈয়দ রেজাউল করিম, এডভোকেট শেখ আখতারউল ইসলাম, নুসরাত শাহ আজাদ, গিয়াসউদ্দিন বাবুল ,
সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু , সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সুলেখা পাল , সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী , আন্তর্জাতিক সম্পাদক মিনহাজ আহমেদ শাম্মু , সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি , প্রকাশনা সম্পাদক সাকি সুবক্তগীন ,কোষাধ্যক্ষ বিপুল কুমার সাহা, কার্যকরী সদস্য ডা. আব্দুল হক, খান সামাদ, মিল্টন বড়ুয়া, ইলা চন্দ, কাকলি বিশ্বাস, ডা. মোর্শেদুল হাকিম শুভ্র, মোখলেস মুনতাসীর, খোরশেদুল ইসলাম, ডা. ওবায়দুল্লাহ মামুন, আলীম উদ্দিন, রীনা সাহা, ডা. আজিজুল হক, মুসাব্বির আলী, গাজী গোলাম মোস্তফা, তাহমিনা শহিদ, সঞ্জীবন সরকার, আব্দুল বারী, জুলফিকার হোসেন বকুল, লিয়াকত ইলাহি, কল্লোল দাস, প্রতিমা সরকার, আব্দুল্লাহ চৌধুরী ও আলমগীর কবির।
এছাড়া গত ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার, নতুন কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ও সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী জানান,প্রচার সম্পাদকসহ আরও তিনজন সদস্য পরবর্তীতে অন্তর্ভুক্ত হবেন ।




