⇒ লকডাউন মানাতে অস্ট্রেলিয়ায় সেনা মোতায়েন!
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাবহুল রাজ্য ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লোকজনকে লকডাউন মানাতে সেনা মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ায় শুরু থেকে সীমান্ত বন্ধ, কঠোর লকডাউন আরোপ, নিবিড় পরীক্ষার কারণে অন্যান্য উন্নত দেশের চেয়ে করোনা মোকাবেলায় অনেক বেশি সফল।
দেশটিতে করোনায় এ পর্যন্ত ১৯ হাজার মানুষ আক্রান্ত ও ২৩২ জন মারা গেছেন। তবে সম্প্রতি দেশটি লকডাউন শিথিল করার পর থেকেই অন্যতম বড় শহর মেলবোর্নসহ ভিক্টোরিয়া রাজ্যে কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বেড়ে গেছে। সোমবার একদিনেই ভিক্টোরিয়া রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন আর প্রাণহানি ঘটেছে ১১ জনের।
এমতাবস্থায় রাজ্যটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ভিক্টোরিয়াকে ‘দুর্যোগের রাজ্য’ ঘোষণা করা হয়েছে।
রাজ্যের রাজধানী মেলবোর্নে রাত্রিকালিন কারফিউ জারি করা হয়েছে। বাসিন্দাদের নতুন বিধিনিষেধ মেনে চলাচল করতে বলা হয়েছে।
তিনি বলেন, দেখা যাচ্ছে– আক্রান্ত অন্তত তিনজনের মধ্যে একজন আইসোলেশন না মেনে বাইরে যাচ্ছেন। তাই তাদের লকডাউন ও আইসোলেশন মানাতে সেনা মোতায়েন করা হবে। কেউ বিধি ভঙ্গ করলে ২০ হাজার ডলার জরিমানা করা হবে।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন