সৌদি আরবে অনুমোদন পেল ‘মিউজিক কলেজ’
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরব দুইটি গানের কলেজের অনুমোদন দিয়েছে। দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। সংস্কৃতি মন্ত্রী বাদর আল-সৌদ এই লাইসেন্স পেতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আবেদন জমা দিতে বলেছেন।
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরব দুইটি গানের কলেজের অনুমোদন দিয়েছে। দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। সংস্কৃতি মন্ত্রী বাদর আল-সৌদ এই লাইসেন্স পেতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আবেদন জমা দিতে বলেছেন।
তিনি বলেন, বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে যারা আবেদন জমা দিতে চান তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি।
এছাড়া, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ‘দ্য আর্ট রেসিডেন্সি আল-বালাদ প্রোগ্রাম’ এর দ্বিতীয় সংস্করণের কর্মসূচি চালুরও প্রস্তুতি নিচ্ছে। এতে অংশ নিবেন শিল্পী, সমালোচক, গবেষক ও লেখকরা। জেদ্দার আল-বালাদে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য রিবায়াত আল-খোঞ্জিং ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
সাংস্কৃতিক বৈঠক, সমালোচনামূলক ভাবনা, অভিজ্ঞতার আদান-প্রদান ও বিভিন্ন প্রজন্মের মধ্যে আলোচনা উৎসাহিত করা হবে এই কর্মসূচির মাধ্যমে।
দ্য আর্ট রেসিডেন্সি আল-বালাদ প্রোগ্রামে অর্থায়ন করছে সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়। জীবনমান উন্নয়নের লক্ষ্যে এটি সৌদি আরবের ভিশন ২০৩০ এর কর্মসূচির অংশ।
সূত্র: আরব নিউজ।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন