অভিনেত্রী গেহানা ভাসিস্ট। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজে খাওয়া-ধাওয়া ভুলে কাজ করছিলেন অভিনেত্রী। ঠিক মতো না খাওয়ার ফলে অপুষ্টিতে ভুগে প্রেসার লো হয়ে যায়। আর এর ফলে শুটিং ফ্লোরে পড়ে যান অভিনেত্রী। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গেহানা ভাসিস্ট নামে এ ভারতীয় টিভি অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ের মালাড এলাকার রক্ষা হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন।
তার আগে, গত বৃহস্পতিবার একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালে হঠাৎ করে পড়ে যান গেহানা ভাসিস্ট। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, গেহানা ভাসিস্টের ব্লাড প্রেসার অত্যন্ত লো ছিল। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসেও ভুগছিলেন বলে জানানো হয়।
হাসপাতালটির চিকিৎসক প্রণব কাবরা গতকাল শুক্রবার বলেন, ‘তার নিজে থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চিকিৎসাতেও তেমন সাড়া দিচ্ছেন না। আমরা তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করার জন্য আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছি। আপনি তার অবস্থা চরম সংকটাপন্ন বলতে পারেন।’
আরো পড়ুনঃ মাহির সংসারে ভাঙনের সুর