খেলা

১৪ বছরের মেয়েটির শিকার ৫ উইকেট

কেট চান্দলার

১৪ বছরের মেয়েটির শিকার ৫ উইকেট

এক মাস ১৮ দিন আগে তার ১৩তম জন্মদিন ছিল। এই বয়সেই ওয়েলিংটন নারী দলের অন্যতম সদস্য কেট চান্দলার জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। লিস্ট এ ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন তিনি। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডে নারীদের ওয়ানডে প্রতিযোগিতায় ক্যান্টারবেরির বিপক্ষে ৫১ রানে তার শিকার ৫টি। 

লেগস্পিনার চান্দলার এখনও স্কুলের ছাত্রী। এর আগে লিস্ট এ ক্রিকেটে কেবল দু’টি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ডিসেম্বরের শুরুতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস নারী দলের বিপক্ষে ৩৯ রানের বিনিময়ে নিয়েছিয়েছেন ৩ উইকেট। ক্যান্টারবেরি ওমেন্সের বিপক্ষে তিনি লিস্ট এ ক্রিকেটে খেলছিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই নিয়েছেন ৫ উইকেট।

চান্দলার দাপটে ৪৬.১ ওভারে ১৫৫ রানে শেষ হয়ে গেল ক্যান্টারবেরি। ২ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তার দল। লিস্ট এ ফরম্যাটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে চান্দলারই ৫ উইকেট নিয়েছেন কি না তা পরিষ্কার নয়। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ওয়েলিংটন ওমেন্স দলের লিস্ট এ ইতিহাসে চান্দলারের ৪১ রানে ৫ উইকেট সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরে।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন