কালরাত্রির পঞ্চাশ বছর – পূর্ণ হয়েছে আজ
ইয়াহিয়া খানের বর্বর সেনা – ধরেছিল রণ সাজ
অতর্কিতে চালিয়ে হামলা – বেশুমার ফেলে মেরে
শ্লীলতাহানি অগ্নিসংযোগ – করেছিলো ঘরে ঘরে।
রাজারবাগ পিলখানা আর – ভার্সিটির প্রতিটি হলে
নারকীয় হত্যায় মেতে উঠে তারা – এ জাতি নির্মূলে
হাজারে হাজারে ইপিআর পুলিশ – ছাত্র জনতা সহ
গুলিতে ঝাঁজরা করে ফেলে যায় – পরে থাকে মৃতদেহ।
ক্যান্টনমেন্ট থেকে ছুটে বের হয় – সাঁজোয়া ট্যাংক বহর
জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে – শহর গ্রাম প্রান্তর
শিশু বৃদ্ধ আবাল বনিতার – লাশ ফেলে নির্বিশেষে
এমন নজীর ইতিহাসে কখনো – ঘটেনি কোন দেশে।
ভয়ানকরূপে হানাদার বাহিনী – চালিয়ে আগ্রাসন
করতে চেয়েছিল বাংলার জমিনে – শাসন নিয়ন্ত্রণ
ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে – ঘোষিত স্বাধীনতা
একজোট বেঁধে প্রতিরোধে নামে – আপামর জনতা।
এক কোটি লোক ভারত অভিমুখে – যাত্রা করেছিল শুরু
সে দেশের সরকার নয় মাস ধরে – আশ্রয় দিয়েছিল পুরো
বাংলার মানুষ করেছিল পণ – ধরেছিল জীবন বাজি
ষোলই ডিসেম্বর মুচলেকা দেয় – আমীর আব্দুল্লাহ নিয়াজী।
২৫/০৩/২০২১ খ্রিস্টাব্দ।