বখতিয়ার সভাপতি, শামছুল সম্পাদক নির্বাচিত
কমলগঞ্জে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
মৌলভীবাজার প্রতিনিধি/ ১ এপ্রিল। মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে মো: বখতিয়ার খান, সাধারণ সম্পাদক পদে মো: শামছুল আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে সোয়েব আহমদ নির্বাচিত হয়েছেন।
কমলগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যেহেতু মৌলভীবাজার জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। এখানকার পর্যটন স্পটগুলোতে লোকসমাগম বেশি হয়। যে কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত দুই সপ্তাহ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানান তিনি। এছাড়া সবধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবেনা। এতোদিন আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিলাম। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে জেলাব্যাপী আরও গতি বৃদ্ধি করা হবে। সেই সাথে বন্ধ থাকবে সব পর্যটন স্পট। মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে পরবর্তী ১৫ দিনের জন্য সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭ টার পর শপিংমল, হাটবাজারসহ সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ বিষয়ে মাইকিং করা হয়।
ইউএনও আশেকুল হক আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনানুযায়ী মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকল নির্দেশনা মেনে চলার জন্য উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে।