তেইশ-এ দিলাম পা |||| বিশ্বজিৎ মানিক
চব্বিশ ফেব্রুয়ারী – এগারো ফাল্গুন – দিন ছিল বুধবার
তেইশ তম বছরে – সদৃশ দিনগুলো – ফিরে এসেছে আবার
এই দিনটিতেই – হয়েছিল প্রনয় – বেঁধেছি যার সাথে ঘর
সেই তো আমার – কন্যার জননী – করেছিল বরণ বর।
বাইশটি বছর – চলে গেছে পুরো – মিঠা ঝাল টক নুনে
আট হাজার ত্রিশ – দিবস ও রজনী – কেটে গেছে দেখি গুণে
হয়েছিল বাঁধা – গাঁটছড়া সেদিন – যজ্ঞে পুরিয়ে কাট
ঘৃতাহুতি দিয়ে – গোত্রটি ছিড়ে – চুকানো হয়েছিল পাঠ।
সেই থেকে দু’জনে – দু’জনার হয়ে – কাটিয়েছি দিন সুখে
হয়নি কখনো – থাকা দুরে সরে – নিদারুণ কোন দুঃখে
অর্থের বল – ছিলনা কখনো – খুব বেশী মোটাতাজা
বুঝাপড়া মাঝে – চলে গেছে দিন – চলনে হয়নি সাজা।
বছর হয়েছে – চাকরির সুবাদে – পরবাসে আমি থাকি
মা মেয়ে মিলে – পুরোটা সংসার – রেখেছে দু’জনে দেখি
সপ্তাহান্তে – বাড়ি যাবো বলে – চেয়ে থাকে তারা পথ
চাকরিটা আমি – ছেড়ে দেবো কিনা – দিচ্ছে না কেউ কোন মত।
সুখে দুঃখে – কেটে যায় যদি – দিনগুলো আগামীর
মনটি আমার – হবে না ব্যকুল – থাকবেই পুরো স্থির
প্রার্থনা করি – ভগবান যেন – করেন আশীষ দান
সুখে রাখো প্রভু – থাকি যেন মিলে – স্বামী স্ত্রী সন্তান।
২৪/০২/২০২১ খ্রিস্টাব্দ।
এস এস/সিএ