‘আন্তরিক’ মানেই হৃদয়ছোঁয়া ব্যতিক্রমধর্মী মননশীল ফেসবুক পেজ | সদেরা সুজন
ভার্চুয়াল অনুষ্ঠান! এই শব্দটি খুব পুরোনো না হলেও এখন খুবই পরিচিত। প্রায় প্রতিদিনই ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রণ পাই। উইকেন্ডে মাত্রাটা আরোএকটু বেশি। গতবছর কোভিড-১৯ করোনা ভাইরাসের মতো বৈশ্বিক মহামারী শুরুর পর বিশ্বের অধিকাংশ মানুষ যখন লকডাউনে কাজকর্মহীন ঘরের ভিতরে বন্দি ঠিক সেইসময় থেকেই শুরু হলো ভার্চুয়ালভাবে রকমারি অনুষ্ঠান।
এখনতো প্রতিদিনই চলছে বিরামহীন একটার পর একটা। পরিচিত হতে পারছি অনেক উপস্থাপক/উপস্থাপিকা, কন্ঠশিল্পী, বক্তা, গুণী ব্যক্তিত্বদের সঙ্গে, অনেককে কখনো দেখা হতো না কিন্তু ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেখা পাচ্ছি।। সবক’টি মানসম্পন্ন হয় এমনটা বলা যাবে না তবে অনেক ভার্চুয়াল অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে। এপর্যন্ত লকডাউনের পর অগনিত ভার্চুয়াল অনুষ্ঠার দেখার সৌভাগ্য হয়েছে তন্মেধ্যে টিভিচ্যানেলও রয়েছে কিন্তু এসব অনুষ্ঠানের দর্শকের সংখ্যা দেখে অবাক হয়েছি শতক (তিন ডিজিট) অতিক্রম হয়নি।
ইদানীং মন্ট্রিয়লে জন্ম নেওয়া একটি ফেসবুক পেজের অনুষ্ঠানগুলোতে অবিশ্বাস্য দর্শক উপস্থিতি যা কয়েকটা অনুষ্ঠান দেখেই বুঝতে অসুবিধে হলো না কত উন্নতমানের। ভারতের খ্যাতিমান শিল্পীদের কন্ঠে চমৎকার পরিবেশনা আর তা একমাত্র ‘আন্তরিক’-এর পেইজেই সম্ভব। এত অল্পসময়ে ‘আন্তরিক’-এর একের পর এক উপহার দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করতে দেখেছি। যা সত্যিই প্রশংসার দাবিদার। ‘আন্তরিক’ নামটাই যেনো আলাদা অনুভুতি সৃষ্টি করে। প্রথম যেদিন এই নামে একটি ফেসবুক পেজ হচ্ছে জানতে পেরেছিলাম সেদিনই বুঝতে অসুবিধে হয়নি একটি ব্যতিক্রমধর্মী সৃষ্টিশীল, মননশীল, অসাধারণ একটি পেসবুক পেজ হবে। পেজটির বয়স এখনও শৈশব পার হয়নি বলতে হবে তারপরেও ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মান-ই বলে দেয় পথচলা সাফল্যের, অনিন্দ সুন্দরের। সৃষ্টিকরা সহজ কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া সহজ কথা নয়। অনেক কষ্ট আর পরিশ্রম করতে হয়। বলতে দ্বিধা নেই এর জন্মদাতা জননী একজন বহুগুণে গুণান্বিত মহীয়সী নারী। একজন সফল উপস্থাপিকা, স্বনামধন্য সুকন্ঠি সংগীত শিল্পী, আবৃতিকার এবং সুপরিচিতজন শর্মিলা ধর। বিশ্ব মহামারী কোভিডের এই দুঃসময়ে যিনি সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেও এমন সুন্দর ধারাবাহিক ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করছেন সেটা অনেক বিশাল ব্যাপার। আর তা হচ্ছে একমাত্র শর্মিলা ধর বলেই। প্রবাসের গুণী শিল্পীদের পাশাপাশি পশ্চিম বঙ্গের স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিই বলে দেয় ‘আন্তরিক’ এক বিশালরথ নিয়ে এগুচ্ছে আগামীর পথে। রাত ১০টায় অনুষ্ঠান শুরু হয় চলে দীর্ঘক্ষণ। আমার মত অনেকেই আছেন হয়তো পরদিন ভোরে কাজ থাকা সত্ত্বেও রাত জেগে ‘আন্তরিক’-এর অনুষ্ঠানটি দেখতে ভালো লাগে, ভুলে যাই কাজের কথা। অসাধারণ শিল্পীর বিন্যাস যা মুগ্ধ হবার মতো। ব্রেভো শর্মিলা বৌদি! আপনার সুন্দর মননের সৃষ্টিশীল কর্মযজ্ঞ আরও আরও বিস্তার করুক, মানুষের হৃদয়ে হৃদয়ে ‘আন্তরিক’ পেজ থেকে যাক্ ঠিক আন্তরিক হয়ে। শুভ কামনা নিরন্তর। ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন সবাই। দেখা হবে ফের আন্তরিকের ভার্চুয়াল অনুষ্ঠানে।
-সদেরা সুজন, প্রধান নির্বাহী, কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি-সিবিএনএ, সিবিএনএ২৪ডটকম।
‘আন্তরিক’ মানেই হৃদয়ছোঁয়া ব্যতিক্রমধর্মী মননশীল ফেসবুক পেজ ( অভিমতটি লেখকের একান্ত ব্যক্তিগত )