বিশ্ব

অপহরণ ও হুমকির জন্য দায়ী দুবাইয়ের শেখ মোহাম্মদ: লন্ডন হাইকোর্ট

অপহরণ ও হুমকির জন্য দায়ী দুবাইয়ের শেখ মোহাম্মদ
হায়া (বামে) ও শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বব্যাপী পরিচিত তার দেশকে বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে পৃথিবীর এক শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত করার জন্য।

শত শত কোটি টাকার সম্পত্তির মালিক এই ৭০ বছর বয়স্ক শাসক এখন হঠাৎ করেই শিরোনামে এসেছেন লন্ডনের হাইকোর্টের এক রায়ের জন্য।

লন্ডনের হাইকোর্ট বলছে, শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তার দুই কন্যাকে অপহরণ করে জোর করে তাদের ব্রিটেন থেকে দুবাইতে নিয়ে গেছেন এবং তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভীতিপ্রদর্শন করে চলেছেন।হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে যেসব ঘটনা এখন জনসমক্ষে বেরিয়ে এসেছে তা প্রায় হলিউডের সিনেমার কাহিনির মতো।

আট মাস আগে শেখ মোহাম্মদের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বি‌নতে আল-হুসেইন এক ‘হাই-প্রোফাইল’ মামলা করেছিলেন লন্ডনে – তার স্বামীর বিরুদ্ধে অপহরণ, জোরপূর্বক দেশে ফিরিয়ে নেওয়া, নির্যাতন এবং ভীতিপ্রদর্শনের অভিযোগ এনে।

এর পর হাইকোর্ট একটি ফ্যাক্টফাইন্ডিং জাজমেন্ট বা এফসিজে প্রকাশ করেছে – যাতে এসব অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে।

শেখ মোহাম্মদ চেষ্টা করেছিলেন এই রায় যেন প্রকাশ্যে না আসে। কিন্তু তার আপিল প্রত্যাখ্যাত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =