কানাডার সংবাদ

আরও কয়েক সপ্তাহ বাড়বে কানাডার লকডাউন – ট্রুডো

আরও কয়েক সপ্তাহ বাড়বে কানাডার লকডাউন - ট্রুডো

 

আরও কয়েক সপ্তাহ বাড়বে কানাডার লকডাউন – ট্রুডো ।। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে নিকট ভবিষ্যতে লকডাউন তোলার কোনো সম্ভাবনা নেই। বুধবার তিনি দেশবাসীকে জানান, কোভিড-১৯ রোগে অন্য দেশের মতো ক্ষতি না হলেও আরও কয়েক সপ্তাহ বাড়বে লকডাউনের সময়সীমা। প্রতিদিনের মতো আজ অটোয়ায় জাতির উদ্দেশে বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেছেন।

এ ব্যাপারে অটোয়ায় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‘আমরা যদি তাড়াতাড়ি সবকিছু খুলি, তাহলে এতদিন যা করেছি সবই বৃথা যাবে। আমরা যা করছি তা আরো কয়েক সপ্তাহ ধরে করতে হবে।’

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে বেশ সফল কানাডা। কিন্তু এখনও সতর্ক ট্রুডো, ‘এটা এখনো একটা সংখ্যা, আমরা এখনো এটা (বিজয়) থেকে কয়েক সপ্তাহ দূরে।’

প্রধানমন্ত্রী  জাস্টিন ট্রডো  বলেছেন, ‘আমরা শিগগিরই সবকিছু চালু করছি না। আগেভাগে বিধিনিষেধ তুললে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, হয়তো কোভিড-১৯ এর আরেকটি ধাক্কা লাগতে পারে হঠাৎ করে।’

বিশ্বের একমাত্র রাস্ট্রপ্রধান যিনি কোভিড ১৯ এর প্রকোপ কানাডায় দেখা দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিন দেশের জনগণকে দিক নির্দেশনা দিচ্ছেন এ দুর্যোগ মোকাবেলায় কি কি করতে হবে, কি করে জনগণের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছে যায়, কানাডার প্রতিটি নাগরিক এবং ব্যবসায়িদেরকে সাহস যোগাচ্ছেন এবং সহযোগিতার হাত প্রসারিত করছেন।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =