ইউক্রেন ছেড়ে ২৪ বাংলাদেশি পোল্যান্ডে
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করেছেন। তারা ওয়ারশোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সেখানে অবস্থান করছেন। শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। ইউক্রেন থেকে যারা সরে আসতে চান তাদের জন্য পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সব ধরণের সহযোগিতার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডে ১৫ দিন থাকার অনুমতি দিচ্ছে দেশটির সরকার। ইতোমধ্যে ইউক্রেনের অনেক নাগরিক পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।