ফিচার্ড বিনোদন

এই একদিন যাতে আমার জীবনে কোনদিনই না আসে

চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

এই একদিন যাতে আমার জীবনে কোনদিনই না আসে

শোবিজ তারকাশিল্পীদের রয়েছে অসংখ্য ভক্ত। প্রিয় শিল্পীর ভালোলাগা, মন্দলাগা ও তাদের ব্যক্তিজীবনে ভাবনাচিন্তা জানার কৌতুহল রয়েছে সবার মাঝেই। আর প্রিয় শিল্পীর ব্যক্তি জীবনেও রয়েছে একান্ত কিছু সময়। যেখানে মাঝে-মধ্যেই হানা দেয় আজগুবি সব ভাবনাচিন্তা। সেসব ভাবনা নিয়েই আমাদের আজকের আয়োজন ‘রম্য সময়’। এই আয়োজনে মুখোমুখী হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

* মানবশূন্য ও প্রযুক্তিবিহীন জঙ্গলে আপনি একা, কী করবেন?

বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেসব না থাকলে মৃত্যুর জন্য অপেক্ষা করবো।

* অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন…

গান গাইবো, রেডিওতে না হলে ইভেন্টে কাজ করবো। বহু অপশন আছে।

* আপনাকে বোকা বানানোর মূল মন্ত্র কী?

আমাকে একটু আদর করলেই বোকা বানানো যায়।

* কী কারণে রেগে যান?

আমার পক্ষ থেকে বিশ্বাস থাকে অপর পক্ষ থেকে বিশ্বাস থাকে না, তখন।

* খুব রাগ হলে কী করেন?

চেষ্টা করি মেডিটেশন করার।

* আর মন জয় করার মূল মন্ত্র?

মজার মজার খাবার দেওয়া।

* কাকে জন্মদিন বা আপনার বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দেবেন না?

এমন কেউ নেই।

* রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। কী করবেন?

সাহায্যের জন্য পুলিশ প্রশাসন ও পরিচিতদের ফোন করবো।

* একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন?

এই একদিন যাতে আমার জীবনে কোনদিনই না আসে। এটা আমার লিমিটের বাইরে।

* মন্ত্রীত্ব দিতে চাইলে কোন বিষয়ক মন্ত্রী হবেন?

কৃষিমন্ত্রী হবো।

* অনিয়মে ভরপুর এমন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারী আপনি। কী করবেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একটা কৌশল ছিল- দুষ্টের বিনাশ এবং শিষ্টের আচার। সে পন্থা অবলম্বন করবো।

* ভূতের ভয় আছে এমন স্থানে রাত্রিযাপন? কী করবেন?

অপেক্ষা করবো ভূত কখন আসে।

* তেল ও পেঁয়াজ ছাড়া রান্না। কেমন লাগবে?

অসাধারণ, কারণ এটা আমি নিয়মিতই খাচ্ছি।

-আমাদেরসময় থেকে

 


এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন