জানা অজানা

এয়ার ফ্রেশনার ব্যবহার কি আসলেই নিরাপদ?

এয়ার ফ্রেশনার

অনেক সময় হঠ্যাৎ করেই ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। এ সময় আমরা সাধারণত এয়ার ফ্রেশনার ব্যবহার করি। এয়ার ফ্রেশনার ব্যবহারের কিছুক্ষণের মধ্যে ঘরে আসে সজীবতা সেই সাথে সুন্দর গন্ধ। কিন্তু এই এয়ার ফ্রেশনার কি আসলেই নিরাপদ? সেই বিষয়ে প্রথমে জানা দরকার।

বিশেষজ্ঞরা বলছেন এয়ার ফ্রেশনারের থাকে রাসায়নিক দ্রব্য যা শরীরের জন্য ক্ষতিকর। তাদের মতে সুগন্ধি জাতীয় বিভিন্ন সামগ্রী যেমন, এয়ার ফ্রেশনার, সেন্টেড মোমবাতি সবকিছুতেই রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়।

এই ক্ষতিকারক রাসায়নিক হরমোনের ক্ষতি করে । ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরে রুম ফ্রেশনার স্প্রে করলে তা বিক্রিয়া করে বিভাজিত হয়ে ক্ষতিকর যৌগ তৈরী করে।

তবে এয়ার ফ্রেশনার পুরোপুরি ব্যবহার বন্ধ করে দেওয়ার পক্ষে কেই বলে নি। কিছু নিয়ম মেনে তারপর ব্যবহার করতে হবে।

১। স্প্রে ব্যবহারের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তা না হলে বিষাক্ত বাতাস ফুসফুসের ক্ষতি করতে পারে।

২। বাড়িতে বয়স্ক বা শিশুরা থাকলে এয়ার ফ্রেশনার যতো কম ব্যবহার করা যায় তত ভালো।

৩। হার্টের সমস্যা অথবা শ্বাসকষ্ট থাকলেও এয়ার ফ্রেশনার ব্যবহার না করাই উচিৎ হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। এ ক্ষেত্রে প্রয়োজনে দরজা-জানালা খুলে দিন।

৪। সবসময় চেষ্টা করুন হালকা কোন গন্ধের এয়ার ফ্রেশনার ব্যবহার করতে।

সূত্র: নিউজ১৮

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন