কমলগঞ্জে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মতিউর রহমান ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ মে) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলার পতনঊষার ইউনিয়নের প্রয়াত সাংবাদিক সৈয়দ মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে এ ফ্রি চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা কেন্দ্রে ১০০ জন রোগীকে সেবা প্রধান করা হয়।
জহিরুল হক চৌধুরীর সঞ্চালনায় ও সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবিণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কবি শহিদ সাগ্নিক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজ সেবক হিফজুর রহমান, ইলিয়াছুর রহমান মহরম, নারায়ণ মল্লিক সাগর, সাংবাদিক শাহিন আহমদ, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজ সেবক আব্দুস সুবহান বাবু, জুনেদ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, হেলাল আহমদ, শামসুর রহমান, বায়তুল হক চৌধুরী প্রমুখ।
ফ্রি চিকিৎসা কেন্দ্রে সেবা প্রধান করেন সিলেট ওসমানী ম্যাডিকেল কলেজর এমবিবিএস (সিওমেক) ডা: তানভীর আহমেদ। মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে ১দিন ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে।