দেশের সংবাদ ফিচার্ড

১৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক 

কমলগঞ্জের লাউয়াছড়া ট্রেন দূর্ঘটনা :
১৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক 
 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।
এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দূর্ঘটনার কারনে কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এছাড়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়।
তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান রেলওয়ে পুলিশের এসআই ফখরুল ইসলাম।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ জানান শনিবার সকাল ৯টায় আখাউড়া ও ঢাকা থেকে থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে প্রায় ১৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সংবাদটি শেয়ার করুন