ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমিহীন তুমি ||||||  রীতা আক্তার

আমিহীন তুমি ||||||  রীতা আক্তার

একদিন হঠাৎ…..
ঝড়ো হাওয়া এসে দূরে নিয়ে যাবে আমায়।
আমিহীনা তোমার পৃথিবী
আর একলা রবে না।
আমিহীন শূন্য তুমিটাও, আধখোলা জানালার শার্শিতে
শূন্য বুকে খুঁজবে না।

সফেদ কাফনে মোড়া জীবন সংসারের ছুটি হবে।
অযাচিত সুখের আশায় বেঁধে রাখা বুক ম্লান হয়ে যাবে,
তবুও ওতেই আমার শান্তি।
নির্বাসিত জীবনে ওটাই হবে বড় পাওয়া আমার।

একদিন হঠাৎ….
সব তছনছ হয়ে যাবে।
দূর দৃষ্টি তোমার কোন কালেই যে ছিলো না,
ও প্রকাশ পেয়েছে অনেক আগেই।
নিষ্ঠুর নিয়তি আমায় কোণঠাসা করে রাখে,
তোমাকে রাখে উন্মুক্ত।
বাহবার হাসি হেসে তুমি বারংবার আমায় ফেলে দিয়েছো অতল সমুদ্রে।

তবুও আমি আঁকড়ে ধরি খড়কুটো,
ক্লান্ত মন শক্তি হারিয়ে ফেলে।
বেঁচে থাকবার স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়।
বোধ করি হারিয়ে যাবো বলেই আমার ভেঙে যায় সব।

আমিহীনা তুমি একলা রবে না।
আমিহীন শূন্য তুমিটাও, আধখোলা জানালার শার্শিতে শূন্য বুকে খুঁজবে না।
আমিহীন তোমার একলা পথ হেসে যাবে গোধূলির আলো মেখে।
আমিহীন পৃথিবীটা তোমার আলো ছড়াবে।

সংবাদটি শেয়ার করুন