খেলা ফিচার্ড

সিংহের দেশে বাঘের রাজত্ব

৩৫ রানে ৫ উইকেট নিয়ে একাই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামান তাসকিন - এএফপি

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

সিংহের দেশে বাঘের রাজত্ব

সেকান্দার আলী।। রং খেলার দিন শেষ হয়ে গেছে আগেই। প্রিয় দলের জয় দেখে অভ্যস্ত হয়ে উঠেছে দেশের মানুষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে তাই রাজপথে রঙের হোলি খেলা না হলেও বিজয়ের রঙে রাঙা হয়েছে ১৭ কোটি বাঙালির হৃদয়। সেঞ্চুরিয়ন থেকে পলাশের রং ছড়িয়ে উড়েছে লাল-সবুজের পতাকা। টাইগারদের আফ্রিকা বিজয়ে ড্রেসিংরুমে নেমেছে উৎসবের ঢল। ইতিহাস রচনায় গাওয়া হয়েছে বিজয় গীত, ‘আমরা করব জয়… আমরা করেছি জয়।’ যেমন গাওয়া হয়েছিল নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ে, সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে এক দিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর।

সেঞ্চুরিয়নে সমতা নিয়ে শুরু হয়েছিল সিরিজ নির্ধারণী ম্যাচটি। সিরিজটি নিজেদের করে নিতে উন্মুখ হয়ে ছিল বাংলাদেশ। স্বপ্ন পূরণে খেলেনও তারা মরিয়া হয়ে। ভেতরের উত্তেজনা চাপা রেখে বারুদ বোলিং দিয়ে স্বাগতিকদের ১৫৪ রানে গুঁড়িয়ে দেন তাসকিন আহমেদরা। বোলিংয়ে আঁকা হয় জয়ের পথ। জিততে ব্যাটারদের শুধু আনুষ্ঠনিকতা দিতে হতো। তামিম ইকবাল ও লিটন কুমার দাস সে দায়িত্ব ভালোভাবেই পালন করেন ১২৭ রানের জুটি গড়ে। ঐতিহাসিক জয়টি আরও বর্ণিল হতে পারত ১০ উইকেটে জেতা গেলে। লিটন কুমার দাস ৪৮ রানে আউট হয়ে সেখানটায় কিছুটা অপূর্ণতা রেখে দিলেন। হয়তো সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের সুযোগ দিতেই ক্রিকেট দেবতার এই খেলা। লিটনকে ড্রেসিংরুমে পাঠিয়ে বাঁহাতি এই অলরাউন্ডারকে সুযোগ করে দেন সব্যসাচী হয়ে ওঠার। ৯ উইকেটে জয়ের ম্যাচে ৮৭ রানে অপরাজিত তামিম ইকবাল। বাউন্ডারি দিয়ে খেলা শেষ করা সাকিবের রান ১৮।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন