ফিচার্ড বিশ্ব

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের হোম অফিস করার নির্দেশ

শ্রীলঙ্কায়-সরকারি-কর্মচারী
শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের হোম অফিস করার নির্দেশ

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের হোম অফিস করার নির্দেশ

জ্বালানি সংকটের কারণে আগামী দুই সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসায় থেকে অফিসের কাজ চালিয়ে নিতে নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। শুক্রবার (১৭ জুন) এ ঘোষণা দেয় দ্বীপ রাষ্ট্রটি। পেট্রল ও ডিজেলের তীব্র সংকটের কারণে শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার থেকে সীমিত পরিসরে যান চালানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় কর্মীসংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুত সংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না।

বৈদেশিক মুদ্রার মজুত সংকটের সঙ্গে চলছে রেকর্ড মূল্যস্ফীতি। দীর্ঘ সময় মানুষজন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছেন। আর্থিক এই দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশজুড়ে।বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন।

এফআই/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন