ফিচার্ড বিশ্ব

কাবুল দখলের আগ মুহূর্তে নারীদের বোরকা কেনার হিড়িক!

সংগৃহীত ছবি

কাবুল দখলের আগ মুহূর্তে নারীদের বোরকা কেনার হিড়িক!

আফগানিস্তানের কাবুলে হঠাৎ করে বোরকা কেনার হিড়িক পড়ে গেছে। গেলো সপ্তাহেই পোশাকের জন্য এক তরুণীকে গুলি করে হত্যা করে তালেবান বাহিনী। কাবুল দখলের আগ মুহূর্তে সেখানকার নারীরা পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি হচ্ছেন। এর আগে ৯০-এর দশকে তালেবান সরকার যখন ক্ষমতায় আসে, তখন কড়াকড়িভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার এই নির্দেশ না মানলে তালেবানের নৈতিক পুলিশের হাতে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো।

এদিকে তালেবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল করে নিয়ে এখন রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির যখন এই রকম পরিস্থিতি তখন রাজধানী কাবুলে নারীদের বোরকা কেনার হিড়িক পড়েছে। ধারণা করা হচ্ছে, দখল করা অন্যান্য প্রদেশের মতো রাজধানী কাবুলেও নিজেস্ব আইন জারি করবে তালেবান।

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন