মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তিনি ইসরায়েলের অনুসরণ করতে চান না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কেউ কি সত্যিই জানেন সোমালিল্যান্ড কী?’
তিনি বলেন, ‘সবকিছুই অধ্যয়নাধীন। আমি অনেক কিছু অধ্যয়ন করি, সর্বদা দুর্দান্ত সিদ্ধান্ত নিই এবং সেগুলো সঠিক বলে প্রমাণিত হয়।’
সোমালিল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রকে একটি বন্দরে প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ট্রাম্প উপহাস করে জবাব দেন, ‘বড় ব্যাপার!’
এর আগে, গতকাল সোমালিয়া থেকে সোমালিল্যান্ডের বিচ্ছিন্নতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে ওঠে ইসরায়েল। কূটনৈতিক পদক্ষেপের উপলক্ষে সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আব্দিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে ভিডিও কলে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় নেতানিয়াহু বলেন, তিনি ট্রাম্পকে ‘আব্রাহাম চুক্তিতে’ যোগদানের বিষয়ে সোমালিল্যান্ডের আগ্রহের কথা জানাবেন।
তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি এই প্রস্তাবে প্রভাবিত নন। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন আলোচনায় গাজা উপত্যকা সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে- বিশেষ করে অক্টোবরে তার মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জাতিসংঘ-অনুমোদিত কাঠামোর অধীনে চলমান পুনর্গঠন প্রচেষ্টা।
সূত্র: দৈনিক ইত্তেফাক
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



