৭০-৮০ জন বান্ধবীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা!
বান্ধবীদের একাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছেন পি কে হালদার, তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। বহুল আলোচিত এই অর্থপাচারকারীর বিষয়ে কথা বলছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম। বিস্তারতি তথ্য পাওয়া গেলে এই বান্ধবীদের আইনের আওতায় আনা হবে।
সত্তর-আশিজন বান্ধবী। তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছেন পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার)। এ বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। বহুল আলোচিত এই অর্থ পাচারকারীর বিষয়ে কথা বলছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বিস্তারিত তথ্য পাওয়া গেলে এই বান্ধবীদের আইনের আওতায় আনা হবে।
পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই আইনজীবী। পি কে হালদার বর্তমানে দুবাইতে অবস্থান করছেন।
২৬ নভেম্বর ঢাকা মহানগর আদালত থেকে পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তার আবেদন করে দুদক। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।
গত ১০ আগস্ট দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে আত্মসাৎকৃত অর্থের মধ্যে তিন হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩৯টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৮৩ জনের ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেন হয়েছে।
এর আগে, গত ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
সূত্রঃ সারাক্ষণ
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন