বিনোদন

খুদে বেলুন বিক্রেতার প্রতি নুসরাতের ভালোবাসা

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম
নুসরাত ও খুদে বেলুন বিক্রেতা। ছবি সংগৃহিত

এর আগে সংসদে  স্পিকারের পায়ে হাত দিয়ে প্রণাম করে সকলের নজর কেড়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। যখনই দরকার পড়েছে, কাজের ফাঁকে বসিরহাটের মানুষের পাশে থেকেছেন তৃণমূলের এ সাংসদ। এবার রাস্তার এক খুদে বেলুন বিক্রেতাকে জড়িয়ে ধরে মানবিকতার অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করে সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের প্রতিবেদনে বলা হয়ছে, এক বছরের একটি পথশিশুকে কোলে বসিয়ে আদর করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলা সিনেমার এই নায়িকা তথা সাংসদ। নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, পথের ধারে এই এক বছরের শিশুটি বেলুন বিক্রি করছিল। বেলুনের থেকেও বেশি কিউট, বেশি রঙিন. আমার উইকেন্ডটা স্পেশাল হয়ে গেল এই স্পেশাল একজনের সঙ্গে সময় কাটিয়ে।
শুধু পোস্টেই শেষ নয়, শিশুটিকে জড়়িয়ে ধরে গালে চুম্বন পর্যন্ত করেছেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন তিনি।
কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নুসরাত জাহানকে। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। একটু সুস্থ হতেই আবার নেমে পড়েছেন ময়দানে। শুধু কাজ আর কাজ। নায়িকার কথা, ‘থেমে থাকলে চলবে না। প্রচুর কাজ বাকি।’
looking-for-a-job

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =