সাহিত্য ও কবিতা

চশমখোর ছেলে |||| বিশ্বজিৎ মানিক 

চশমখোর ছেলে |||| বিশ্বজিৎ মানিক 

চশমখোর পুত্রের জন্য লজ্জা পেলেন পিতা
এমন ছেলের জন্ম কেন দিলেন বিধাতা?


খবরে প্রকাশ হলো এক পুত্রের কথা
বাড়িতে প্রবেশে নাকি বাধা পেলেন পিতা।


এই বাড়ির মালিক ছিলেন পিতা স্বয়ং নিজে
বছর দশেক ছিলেন না তায় সরকারি কাজে।


বাড়ি আসতে পিতা চান অবসর কালে
বাদ সাধে নাকি তার চশমখোর ছেলে।


বৃদ্ধ কালে পিতামাতার করে অবহেলা
সংসার সাগরে যেন তরঙ্গের খেলা।


চরিত্রের অধঃপতন কিভাবে যে হয় ?
উচ্চ নীচের ভেদাভেদ কোন কিছুই নয়।


উঁচু তলার মানুষগুলোর সংখ্যা এতে বেশি
অপকর্ম করে এমন ঠান্ডা মাথায় হাসি।


মধ্য নীচেও এমন খবর শুনতে পাওয়া যায়
জীবনযাপন করার কালেই প্রতিফল পায়।


পরকাল বলেও আবার কথা আছে কিছু
ইহকালের অপরাধের শাস্তি থাকে পিছু।


মাতাপিতায় শ্রদ্ধা করা শাস্ত্র পাঠে মিলে
বৃদ্ধকালে ভরসা হয় থাকে যদি ছেলে।


সন্তান পালন করেন সবাই মনে নিয়ে আশা
প্রত্যাশায় হয় গুড়ে বালি হলে কর্মনাশা।


পিতামাতার সঞ্চিত ধন সন্তানের তরে
ভোগ বিলাসের কৃচ্ছতায় রাখে সঞ্চয় করে।


আদরের পুত্র সন্তান মা বাবার প্রাণ
কৃপাভরে করে থাকেন সৃষ্টিকর্তা দান।


শিশুকালে পিতামাতা আদর যত্ন ভরে
মানুষ হতে সন্তানেরে কতোই চেষ্টা করে।


বড় হয়ে সন্তান যদি বিপথগামী হয়
পিতামাতার মর্যাদাই কলঙ্কিত রয়।


সন্তান যদি ভালো হয় পিতামাতার গৌরব
কামনা করেনা কেহ সন্তান হোক কৌরব।


পিতামাতার উচিত হলো নৈতিক শিক্ষা দেয়া
সন্তান তাদের কেমন চলে খুঁজ খবর নেয়া।


অবহেলা ঘটলে তার হবেই বিপর্যয়
পরিনামে দুঃখ ভোগ জেনো নিশ্চয়।


২৯/০৬/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন