ফিচার্ড সাহিত্য ও কবিতা

সূর্যোদয় ।। পুলক বড়ুয়া

সূর্যোদয় ।। পুলক বড়ুয়া


 
আমি আমার স্বাধীনতা চাইনি
আমি তোমার স্বাধীনতা চাইনি
আমি তোর স্বাধীনতা চাইনি

আমি আপনার স্বাধীনতা চাইনি


 

না, এই স্বাধীনতা আমি চাইনি


 
আমি আমাদের স্বাধীনতা চেয়েছি
আমি তোমাদের স্বাধীনতা চেয়েছি

আমি তোদের স্বাধীনতা চেয়েছি

আমি আপনাদের স্বাধীনতা চেয়েছি


অভুক্তের আহার, নিরন্নের অধিকার
মাথা গোঁজার ঠাঁই, সুন্দর ঠিকঠিকানা   
প্রীতিময় বাতাবরণ, ভালোবাসার আবরণ 
মানবের মিলন, জীবন সৃজন

আপাদমস্তক স্বস্তি ও শান্তি


 
হ্যাঁ, আমি অনেক স্বাধীনতা চেয়েছি
হ্যাঁ, আমি সকল স্বাধীনতা চেয়েছি
হ্যাঁ, আমি সবার স্বাধীনতা চেয়েছি

 
তিরিশ লক্ষ আশরাফুল মাখলুকাত শহিদ হয়েছেন
দুলক্ষ হাওয়া সম্ভ্রম হারিয়েছেন

এক কোটি আদম সন্তান দেশহীন হয়েছেন


 
 
আমার স্বাধীনতার রঙ সবুজের বুকে লাল
সংবাদটি শেয়ার করুন