ফিচার্ড সাহিত্য ও কবিতা

যদি বলেন  ।।।  শীতল চট্টোপাধ্যায়

যদি বলেন  ।।।  শীতল চট্টোপাধ্যায়

বোশেখ মাসই রবীন্দ্র মাস
পঁচিশ তারিখ হয় রবিবার  ,
ঠাকুরবাড়ির বক্ষ খোলা
আজকে তিনি ফের আসিবার ।

আজ পঁচিশের আলো-হাওয়া
ঠাকুর বাড়ি ছুঁয়ে দাঁড়ায়  ,
দিন দাঁড়িয়ে ভুবনডাঙায়
ছাতিম পাতা রবিতে চায় ।

আজকে হাওয়ায় রবীন্দ্র মন
প্রকৃতিময় রবীন্দ্র চোখ  ,
রবি থাকার স্থানে-স্থানে
শুধুই লেগে রবি আলোক ।

একটা বিশ্ব ভৌগোলিকে
আর এক বিশ্ব রবীন্দ্রনাথ ,
না খোঁজাতে, না ডাকাাতেও
রবি সারা বিশ্বেরই সাথ ।

যারা করে রবির পুজো
কিংবা মন্ত্র জানে যারা ,
সবার পুজো নিতেই তিনি
মর্মর-পটে হননি হারা ।

বোশেখ তাতেও ঠান্ডা চাঁপা ,
ঠান্ডা থাকে নিজে কোপাই ,
কারণ কবি জন্মদিনে
যদি বলেন….. আজ ছুঁতে চাই !


 

পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

 


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন