জীবনযুদ্ধ ||| প্রজ্ঞা চৌধুরী প্রাপ্তি
বর্তমানে বেঁচে আছি না কি কুরুক্ষেত্রের ময়দানে শত্রুপক্ষের আমাকে লক্ষ্য করে ছোড়া তীরের দিকে ভীত সন্ত্রস্ত চিত্তে তাকিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি তা যেন বোঝার উপায় নেই। ছোটবেলা থেকে শুনে এসেছি জীবন একটি চক্র।
জীবন জন্ম-মৃত্যু, আনন্দ -দুঃখের চক্রে ফুল এবং কাঁটা দিয়ে গাঁথা একপ্রকার মালাবিশেষ।জন্মালে মৃত্যু হবেই।কারণ মানুষ মরণশীল এবং এটিই চিরন্তন সত্য।ব্যপারটি আগে আমার কাছে খুব স্বাভাবিক একটি প্রকৃয়াই ছিল। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে হঠাৎ যেন নেমে এলো অস্বাভাবিকতার ছায়া।
২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর পৃথিবী ধ্বংসের ব্রত নিয়ে একপ্রকার জীবনবিদ্ধংসী ভাইরাস পৃথিবীতে হানা দেয়। চীন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশের জনমানবের জীবনকে দুর্বিষহ করার পর সে বাংলাদেশে পদার্পণ করে। এই ভাইরাসটির অস্তিত্ব ২০১৯ সালের শেষ দিনে পৃথিবীতে অনুভূত হয় বলে বিজ্ঞানীরা এর নাম দেন -COVID-19.করোনা ভাইরাস। বিভিন্ন দেশ এর প্রতিষেধক আবিষ্কার করতে শুরু করে। কিন্তু রাক্ষসী করোনা বারবার গিরগিটির ন্যায় নিজের রুপ পরিবর্তন করে। বর্তমানে তার সবচেয়ে ভয়ানক রূপ হচ্ছে ডেল্টা। এর হাত থেকে রক্ষা নেই শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারীদেরও।ছুলেই মৃত্যু। দেখতে দেখতে দু বছর হতে চললো কিন্তু কোনোমতেই লোপ পাবার নাম নেই তার। কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না তাকে। প্রত্যেকদিন বিশ্বজুড়ে হাজার হাজার মৃত্যুর মিছিল। ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থকর্মী-তাদের যেন এই রোগীর ঢল সামলাতে সামলাতে এবং একের পর এক মৃত্যু দেখতে দেখতে মরণাপন্ন অবস্থা। তার ওপর যেন গোঁদের ওপর বিষফোঁড়া -ডেঙ্গু, বন্যাসহ আরও কতো প্রাকৃতিক দুর্যোগ। তা-ও থেমে যায় নি মানুষ। মনের মধ্যে এক সুস্থ -স্বাভাবিক পৃথিবী শীঘ্রই দেখবার আগ্রহ নিয়ে এগিয়ে চলেছে নিজেদের জীবন যুদ্ধে।
এ যুদ্ধ থামবার নয়, দমবার নয় নাসিকা রন্ধ্রে নিঃশেষিত শেষ নিশ্বাস পর্যন্ত চলতে থাকবে, চলতেই থাকবে অবিরাম।
জীবনযুদ্ধ ||| প্রজ্ঞা চৌধুরী প্রাপ্তি | পাগুলিয়া, মৌলভীবাজার ৩১/০৭/২০২১ ইং শনিবার।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান