দক্ষিণ কোরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
আজ সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দূতাবাস বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাগণ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এরপর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন