দোলের গুচ্ছ কবিতা / বিপ্লব ঘোষ
আজ দোল পূর্ণিমার রাতে
বলি, চলো তুমি রাধা হবে
সে চোখের তীরে খত করে
তুমি প্রেমের কি বোঝ শুনি ?
সারাদিন তো ওই একঘেয়েমি কাব্য
দুঃখ, শোক ছাড়া জানো কিছু ?
কী করে বলব, তুমি এমনই থাকো
অপমান যে আমার পুরস্কার ।
——–
আমার খুব যে ইচ্ছে করে
তোমায় আমায় মিলে দোঁহে
ওই শাল পিয়ালের বনে
যেখানে জোছনা মাখামাখি
আজ দোল-রাতে নগ্ন হয়ে
বসন্ত রঙিনে ছুঁয়ে থাকি।
——-
দোল আসে দোল যায় চলে
মন আমার কেবল হু- হু ….
কত-না ফাগ রঙিন স্মৃতি ।
বরফ দেহে আগুন জ্বলে
কেমনে ফিরি চেনা পথে !
পথ তবু একটাই জানি
যেখানে কোনদিন যাইনি ।