পরমত সহিষ্ণুতা! || বিশ্বজিৎ মানিক
————————————————–
সাতকাহনে সিতাংশুদা’র – পড়ছি যখন লেখা
তার-ও আগে ভাঙ্গা মূর্তির – ছবি আমার দেখা।
হয়নি লেখা, লেখব বলে – ঘেন্না ধরে মনে
লোকালয়ে থাকব না-কি – চলেই যাবো বনে?
এ জনপদ নয় নিরাপদ – কেমন করে বলি
সাত পুরুষের ভিটে মাটি – যাবোই কোথায় ফেলি?
প্রতি দিন-ই বাড়ছে দানব – অসুর পিশাচ দল
আনুকূল্য কোথায় পেয়ে – বাড়ছে দেহে বল?
ভাঙ্গছে যখন হৃদয় পাঁজর – নিত্য নিরন্তর
নয় কি এটা বলতে পারো – শাসন মন্বন্তর?
খাবলে ধরে রক্ত খাদক – কলজেটা খায় ছিড়ে
সহিষ্ণুতা হয় যদি এ-ই – চলবে কেমন করে?
মুক্ত স্বাধীন দেশের মাটি – হচ্ছে রোজ-ই কালো
চলতে থাকে এমন যদি – জ্বালবে কে-বা আলো?
দাঁত কেলিয়ে হাসছে যারা – এ অনাচার দেখে
লঘু শেষে ভাবছে কি ভাই – থাকবে ভীষণ সুখে?
অপক্রিয়া করছে যারা – গল্প যাদের ঘিরে
মদ গাঁজাখোর পাগল-ছাগল – নয়তো ভবঘুরে!
হোক না মানুষ, কোথায় বাধা – স্বর্গে যাবে ঠিক
দিচ্ছে যারা অন্যে আঘাত – জীবন তাদের ধিক্।
১৮.০১.২০২১ খ্রিস্টাব্দ।