বিশ্ব

৩ স্ত্রী’র সহযোগিতায় চতুর্থ বিয়ের জন্য পাত্রী খুঁজছেন পাকিস্তানি যুবক!

পাত্রী খুঁজছেন পাকিস্তানি যুবক
আদনান ও তার ৩ স্ত্রী

৩ স্ত্রী’র সহযোগিতায় চতুর্থ বিয়ের জন্য পাত্রী খুঁজছেন পাকিস্তানি যুবক! ভিডিওসহ

অনলাইনে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন ২০ বছরের যুবক। দেখে শুরু হয় হাসাহাসি আর ট্রোলিং। সেই যুবক অবশ্য এসবে দমে যাননি। চতুর্থ বিয়েটা করেই ছাড়বেন তিনি। আর এতে পূর্ণ সমর্থন রয়েছে তার বাকি তিন স্ত্রীর।

Pakistani Man’s 3 Wives Are Helping Him Find A New Bride

 ছবির ‍সূত্রঃ    © Daily Pakistan


ওই যুবকের নাম আদনান। পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা। ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন তিনি। তখন তিনি স্কুলে পড়েন। এরপর এক এক করে আরও দু’‌বার বিয়ে করেন তিনি‌। দ্বিতীয় স্ত্রী শুবানা, তৃতীয় স্ত্রী শাহিদা।

 

Pakistani Man’s 3 Wives Are Helping Him Find A New Bride

ছবির ‍সূত্রঃ © Daily Pakistan


প্রথম স্ত্রী পাত্রী শুম্বলের গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে একজনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা। তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন চতুর্থ বিয়ের জন্য।

.

Pakistani Man’s 3 Wives Are Helping Him Find A New Bride

ছবির ‍সূত্রঃ © Daily Pakistan


আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘‌শ’‌ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি। এত বড় সংসার চালান কীভাবে?‌ আদনানের উত্তর, ৬ কামরার বাড়ি রয়েছে তার। মাসে সংসার চালাতে দেড় লক্ষ টাকার দরকার পড়ে। আসলে প্রথম বিয়ের পরেই নাকি ভাগ্য ঘুরে যায় তার। তারপর উন্নতি হতেই থাকে।

22 sala nojwan ki 3 biwia, teeno ne mil kar chauthi ki talash shuru kar di...

-সূত্রঃ দৈনিক পাকিস্তান অনলাইন

এসএস/সিএ



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন