প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁয়ে) ও ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, শি ইজ আনবিলিবাবল (তিনি অবিশ্বাস্য)। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম।’
গতকাল রোববার বিকেল ৩টার দিকে
ইডেনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর যে কথায় মুগ্ধ সৌরভ গাঙ্গুলি – প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সৌরভ গাঙ্গুলি আরও বলেন, ‘একজন প্রধানমন্ত্রী এসে বলছেন সারা দিন বক্সে বসে খেলা দেখব, হোটেলে যাবো না। তাই আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। ’
বাংলাদেশে আসা প্রসঙ্গে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন মার্চ মাসের ১৭ তারিখ। আমি অবশ্যই আসব। শুধু আসব উনার জন্য। উনাকে শ্রদ্ধা জানাতে। শি ইজ আনবিলিবাবল।’
প্রধানমন্ত্রীর যে কথায় মুগ্ধ সৌরভ গাঙ্গুলি – এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা নিয়েও কথা বলেন সৌরভ। বলেন, ‘আমি মনে করি তাদের আরও ডিটারমিনেশন দরকার, সাহস দরকার বেশি। তারা ওয়ানডেতে ভালো খেলে, টি-টোয়েন্টিতে ভালো খেলে। কিন্তু টেস্ট ইজ দ্য বেস্ট ফর্ম অব দ্য ত্রিকেট।