খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত আজ

২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত আজ । সব ঠিক থাকলে ১৮ জানুয়ারি পাকিস্তানে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। খেলার কথা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। কিন্তু দীর্ঘদিন এই দেশটিতে নিরাপত্তার সমস্যা থাকায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিতে পারেনি, তারা এই সফরটার ব্যাপারে কী করবে।

গতকাল এই সফর নিয়ে বোর্ড পরিচালক ও সিনিয়র কিছু খেলোয়াড়ের সঙ্গে মতবিনিময় করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে তিনি বলেছেন, আজকের মধ্যে তারা এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সফরের সর্বশেষ অবস্থা বলতে গিয়ে পাপন বলছিলেন, ‘আমাদের ওখানে ফুল সিরিজ ছিল। আমরা তাদেরকে জানিয়েছি, আমরা টি-টোয়েন্টি খেলে চলে আসতে চাই। পরে কোনো একটা সময় টেস্ট রিশিডিউল করা যায় কি না। ওদের আবার টেস্টের দিকেই বেশি নজর। যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। তাই ওরা বলছে, টেস্টটা হোক। টি-টোয়েন্টি পরে খেললেও সমস্যা নেই।’

আরও পড়ুন : Canadians among 176 killed in passenger plane crash in Iran

এই নির্ধারিত সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সেই সফর নিয়ে খেলোয়াড়রা কী মত দিয়েছেন, তাও বললেন পাপন, ‘মুশফিক যাওয়ার ব্যাপারে প্রথম থেকেই আগ্রহ দেখায়নি। অন্যরা বলেছে, ছোটো সফর হলে ভালো হয়। ওরা (পিসিবি) আবার বলেছে, পিএসএলে অনেক খেলোয়াড় প্রায় ৩৫ দিন পাকিস্তানের বিভিন্ন শহরে থাকতে ও খেলতে রাজি হয়েছে। তাহলে তাদের জাতীয় দলের হয়ে আসতে আপত্তি কেন?’

পাপন জানালেন, দলের বিদেশি কোচদের অনেকেই এই সফরে যাবেন না, ‘কোচিং স্টাফ অনেকেই যাবেন না। হেড কোচ বলেছে যাবে; সেও টি-টোয়েন্টিতে শুধু যাবে। খেলোয়াড়রা সবাই বলেছে, ছোটো সফর হতে হবে।’

পাপন বলেন, শুধু দ্বিপাক্ষিক সিরিজ হলে তারা এত সময় নিতেন না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই চিন্তা।

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুনঃ মজনু সিরিয়াল রেপিস্ট, রাস্তার ভিক্ষুক-প্রতিবন্ধীকেও ধর্ষণ করতো: র‌্যাব

আরও পড়ুনঃ মুজিববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো

আরও পড়ুনঃ বিস্ফোরণে কেঁপে উঠল বাজার, নিহত ৩০

আরও পড়ুনঃ বিলেতে কমলগঞ্জের শতজন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =