বিদায় / বিপ্লব ঘোষ
আর কোনো প্রশ্ন নয় মন
উত্তর যখন জানা হলো
এবার ভাবো কেমন করে
সেইদিকে যাবে ।
এসব ভাবছি সেই থেকে
ভাবতে ভাবতে ভাবতে আর ভাবতে
ঠিক করেছি,কী হবে ভেবে !
তাই কোনো প্রশ্ন নয় মন
ভেজা চোখ ভিজে চলো পারে
থাকুক যা রইলো এপারে ।
——
চলে যায়…
বৃষ্টি হচ্ছে,আকাশে এখন মেঘ রোদ
আগে এমন কত যুগ ধরে দেখেছি
আজ মেঘ জলের সঙ্গে রমণ করি ।
সময় আমার বড়ো কম
মনে ভয় জাগে নিত্যদিন
এই শ্রাবণ যদি না আসে !
——
সময় হয়েছে
এদিকে ওদিকে এভাবে ওভাবে
ডাইনে বাঁয়ে নীচে উপরে
রোদ বৃষ্টি আলো অন্ধকার
ভালো কিম্বা মন্দ
সারাদিন এই শুধু ঘ্যানর ঘ্যানর
আর কত সহ্য হয় বলো !
পৃথিবীর মতো আমার আয়ূ বেড়েছে
তবু যেতে চায় কেউ বলো !
দেহের কলকব্জাগুলোরো সীমা আছে !
মেনে নাও প্রিয়
সময় যে হয়েছে এবার
আর কেন ধরে রাখো হাত
ঘাটে তরী তাড়া দিচ্ছে বারে
তার চেয়ে ভালো, বলো…যাও ..
আমি তো আসছি ..