বুঝি |||| শীতল চট্টোপাধ্যায়
বসন্ত এসেছে বুঝি,
মুকুল দ্যাখে, আমি তাকাই
লেবু ফুলের গন্ধকে পাই ৷
বসন্ত হেসেছে বুঝি,
ঘেঁটুর বনটা ভরা ফুলে
শিমুল খুশি হৃদয় খুলে ৷
বসন্ত ডেকেছে বুঝি,
উদাস বাতাস উড়লে চিলে
মন পালানোর শিসটা দিলে ৷
বসন্ত ঢেকেছে বুঝি,
পলাশ ফুলরা জ্বললে ডালে
কৃষ্ণচূড়া ঠোঁট রাঙালে৷
বসন্ত বলেছে বুঝি,
ডালগুলো সব পাতাহীনে
আসবে নতুন ও ডাল চিনে ৷
বসন্ত চলেছে বুঝি ,
বাউল রূপে পথ ও বনে
কোকিল কুহু ঝরায় মনে ৷
বসন্ত বুলিতে বুঝি,
ওই বসন্তবৌরি ডাকে
ছোট্ট বটে দেখছি তাকে ৷
বসন্ত তুলিতে বুঝি ,
রঙিন তুলির দোলে ভিজে
হাওয়ায় আবির দেয় সে নিজে ৷
বসন্ত কয়েছে বুঝি,
আনমনাতে গাঁ কিশোরী
হয়েছে সে হলুদ পরী ৷
বসন্ত বয়েছে বুঝি,
জারুল ওড়না জড়ায় মেয়ে
আজ হবে কাছ ডাককে বেয়ে ৷
বসন্ত আলোকে বুঝি,
পূর্ণিমা চাঁদ বেড়ায় রাজায়
জ্যোৎস্না ফুলে রাত ভরে যায় ৷
বসন্ত পালকে বুঝি,
ঝরল যাদের মনের ডানায়
উড়ল তারা ঘর ঠিকানায় ৷
বসন্ত অন্তরে বুঝি,
সুর জুড়ে দেয় ছেঁড়া তারে
যায় নিয়ে সব ভোলার পারে ৷
বসন্ত মন্থরে বুঝি,
বয় সে ধীরে, শান্ত রূপে
ফোটায় ভাষা রঙের চুপে ৷
ঠিকানা – জগদ্দল , উত্তর ২৪ পরগণা