বিশ্ব

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে তীব্র ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
ছবি প্রতীকী

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে তীব্র ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। এরই মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল। জানা গেছে, ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।

ভূমিকম্পের সময় পাকিস্তানের একটি শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।looking-for-a-job

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =