সাহিত্য ও কবিতা

ভাইরাস ।। পুলক বড়ুয়া

ভাইরাস করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া
ভাইরাস ।। পুলক বড়ুয়া

ভালোবাসা শব্দটিকে ঘুরিয়ে ফিরিয়ে
                     অত দ্যাখার কী আছে
ওটা তো কোনো চকচকে আধুলি নয়
ভালোবাসা শব্দটিকে যাচাই বাছাইয়ের কী আছে
           ওটা তো কোনো সোনারূপামুক্তা নয়
ভালোবাসা শব্দটিকে এত দ্যাখার কী আছে
পচা কিংবা বাসি কিনা
নিক্তিতে তুলে মাপতে হবে নাকি
দ্যাখতে হবে    মেয়াদোত্তীর্ণ কিনা
ভালোবাসারও কী ব্র্যান্ড নেম হয় নাকি

দুধের মধ্যে কেউ পানি মেশায়
             ভালোবাসার মধ্যে …
নিখাদ না-হোক
খাদ না থাকলে খাঁটি সোনা হয় না
ভালোবাসা হোক, ভালোবাসা চাই
ভালোবাসার স্বাদ কী         টকঝালমিষ্টি হয়
ভালোবাসা কী খাওয়া যায়    কী রকম
ভালোবাসা কী দ্যাখা যায়       ক্যামন
                  চেনা যায়
সে কী চুপচাপ, কথা বলে
সে কী অন্ধ-বন্ধ, চোখে চেখে দ্যাখে

ভাইরাস ?
এমনি এমনি হয় ? মিলে যায় ?
 না চাইতে পাওয়া যায় ? সহজেই ছোঁয়া যায় ?

 কেউ কেউ খোয়া যায় !

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন