কানাডার সংবাদ

মন্ট্রিয়লস্থ সাহিত্য আড্ডায় থাকবেন কবি ও গল্পকার অপরাহ্ণ সুসমিতো

মন্ট্রিয়লস্থ সাহিত্য আড্ডায় থাকবেন কবি ও গল্পকার অপরাহ্ণ সুসমিতো

মন্ট্রিয়লস্থ সাহিত্য আড্ডায় থাকবেন কবি ও গল্পকার অপরাহ্ণ সুসমিতো ।।মন্ট্রিয়লস্থ সাহিত্য আড্ডার বন্ধুরা আগামী ৮ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কবি ও গল্পকার অপরাহ্ণ সুসমিতো’কে নিয়ে সংস্কৃতিকর্মী ও সংগঠক ইশরাত আলমের বাসভবনে বসবেন।

মন্ট্রিয়ল, অটোয়া ও টরন্টোর গুণী লেখকবৃন্দ এই ‘ একটি অপরাহ্ণ সন্ধ্যা’ য় অপরাহ্ণের লেখা পাঠ করবেন ও নিমন্ত্রিত অতিথিদের উপস্থিতে প্রিয় সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করবেন। লেখা পাঠ করবেন আবুল জাকের, আফাজউদ্দিন তোতন আহমেদ, নাজমুল ইসলাম, ইশরাত আলম, তৌফিকুর রহমান রাঙ্গা, মৌ মধুবন্তী, সুলতানা শিরিন সাজি, শামসাদ রানা, মুফতি ফারুক, শিবলি নোমান, সঞ্জীব দাস উত্তম, তপন বড়ুয়া, মণিকা মুনা, তারেক রহিম, অনুজা দত্ত, আরিয়ান রশিদ ও লেখক স্বয়ং।

গান গাইবেন শফিউল ইসলাম, সাফিনা করিম, অনুজা দত্ত, মণিকা মুনা, পুনম ঘোষ, আরিয়ান রশীদ হক ও রুমা কর। তবলায় থাকবেন মাইকেল সাহা।

দেশদিগন্ত পরিবারের জন্মলগ্ন থেকে নিয়মিত লেখক ও পৃষ্ঠপোষক, বন্ধু-সুহৃদ অপরাহ্ণ সুসমিতোর-এর জন্য সিবিএনএ-এর পক্ষ থেকে নিরন্তর শুভ কামনা।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =