ফিচার্ড সাহিত্য ও কবিতা

মন খারাপের ভাগ ।।।। রফিকুল নাজিম

মন খারাপের ভাগ ।।।। রফিকুল নাজিম


এইযে ঝুমবৃষ্টি হচ্ছে…
ভালো লাগছে
পাতায় পাতায় জমাট ধূলোর আস্তরণ মুছে যাচ্ছে
ধূসর প্রান্তরে আবারো জেগে উঠেছে সবুজের প্রাণ।
 
হঠাৎ দমকা হাওয়া আমাকে কানে কানে বলল,
‘এই বৃষ্টিতে ভিজিয়ে নে এক জন্মের দহনকাল,
বৃষ্টিতে ভিজে কাঁদ্ রে তুই- নিজেকে কর্ আড়াল।
মুছে নে তোর মনের ক্ষত; ব্যথার নোনা দাগ,
আহা! আমাকে দে তোর মন খারাপের ভাগ।’
 
 
জন্মান্তরে শুধু তোমাকে চাই 
একবার তুমি আমাকে ডাকলে
চৈতালি হাওয়ার মত বড্ড এলোমেলো হয়ে যাই
একবার তুমি আমার চোখে চোখ রাখলে
সারা পৃথিবীকে আমার কাছে মনে হয় সরিষার মাঠ; 
আউলা ঝাউলা বাতাসে অনুভূতি ক্রমাগত চক্কর খায়।
তুমি একবার আমাকে ‘ভালোবাসি’ বলতেই
ভেতরে ভেতরে তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙে পড়ি
তুমি একবার আমাকে ছুঁয়ে দিলে
আমি আর আমার থাকি না,
আগুনের উত্তাপে মোম যেমন গলে গলে উদ্বায়ী হয়
তোমার স্পর্শের ভেতর আমিও আমাকে হারিয়ে খুঁজি;
জন্মান্তরে আমি শুধু তোমারই হয়ে যাই।

মাধবপুর, হবিগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন