দেশের সংবাদ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

মাদকাসক্ত ছেলে
আটককৃত জাকির হোসেন

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নান্দাইল উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে তাকে পুলিশে দিয়েছেন মা। মাদকসেবী ছেলের নাম জাকির হোসেন। তার বাড়ি উপজেলার দিলালপুর গ্রামে। সোমবার পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

উপজেলার সিংরইল ইউপির দিলালপুর গ্রামের মৃত ব্যবসায়ী সিরাজুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। বড় ভাই মনির হোসেন ঢাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার পাঠানো টাকায় বাড়িতে তাদের মা সোনাভানের ভরণপোষণ হয়। ছোট ভাই জাকির হোসেন আগে ঢাকায় থেকে গাড়ি চালাত। গাড়ি চালাতে গিয়ে জাকির মাদকাসক্ত হয়ে পড়ে। প্রথম প্রথম গাঁজা সেবন করলেও ৫-৬ বছর ধরে সে ইয়াবা সেবন করছে। বিয়েও করেছিল। কিন্তু মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান।

সোমবার জাকিরের মা সোনাভান জানান, প্রতিবারই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে জাকির ৫-৬ মাস অবস্থান করে। এ সময় সে তার কাছে মাদক কেনার টাকা চায়। টাকা দিতে না পারলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। কখনও কখনও মাদকের টাকার জন্য সে ঘরের বেড়া থেকে টিন খুলে নিয়েও বিক্রি করে দিত। এ সবের প্রতিবাদ করলে বা টাকা দিতে না পারলেই জাকির তাকেও মারধর করত। নির্যাতন সহ্য করতে না পেরেই বিষয়টি তিনি পুলিশকে জানান।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মাদকাসক্ত জাকির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রঃ দৈনিক সমকাল

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন